ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শার্শায় নির্বাচনী সহিংসতায় ২ জন গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
শার্শায় নির্বাচনী সহিংসতায় ২ জন গুলিবিদ্ধ

যশোর: যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে পাচভুলট দাখিল মাদরাসার বল ফিল্ডে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- অগ্রভুলট এলাকার আশরাফুল (২৮), ফজের আলী (৪৪) ও রবিউল (৪৫)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) তবিবর রহমানের কর্মী।

গুলিবিদ্ধ দুইজন জানান, বৃহস্পতিবার রাতে নৌকার প্রার্থী আব্দুর রশিদের কর্মীরা তাদের অফিস ভাঙচুর করে। সকালে তারা ঘটনাস্থলে যান। এ সময় নৌকার কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা ৮-১০টি বোমার বিস্ফোরণ ঘটায় এবং তাদের ওপর গুলি চালায়।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপন রায় বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।