ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

‘আ.লীগের নেতাকর্মীরাই সন্ত্রাস রুখে দিয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, অক্টোবর ২২, ২০২১
‘আ.লীগের নেতাকর্মীরাই সন্ত্রাস রুখে দিয়েছে’ ‘আ.লীগের নেতাকর্মীরাই সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দিয়েছে’

মাগুরা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, উগ্র সাম্প্রদায়িক শক্তি রাজনৈতিক ফায়দা লুটতে দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। গুজব রটানো ধর্মীয় উস্কানি ছড়ানো বিএনপি জামাতের ষড়যন্ত্রের রাজনীতি আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছে।

তিনি বলেন, তারা হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় সবার আগে ভূমিকা রেখেছে।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে শহরের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে মাগুরা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তোব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিরুল আলম মিলন, পারভীন জাহান কল্পনা, এ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্ণা, এ্যাড. সাইফুজ্জামান শিখর, এ্যাড.ড. শ্রী বীরেন শিকদারসহ অন্যান্যরা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডুর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের জেলা, উপজেলা, ইউনিয়ন ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।