ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আলোচনা সভায় বাহাউদ্দিন নাছিম

২০০১ সালে কারচুপি করে জিতেছিল বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
২০০১ সালে কারচুপি করে জিতেছিল বিএনপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম

ঢাকা: ২০০১ সালে কারচুপি করে বিএনপি-জামায়াত নির্বাচনে জিতেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শুক্রবার (০১ অক্টোবর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


 
বাহাউদ্দিন নাছিম বলেছেন, ২০০১ সালের ১ অক্টোবর বিএনপি-জামায়াত নীল নকশার কারচুপির মাধ্যমে নির্বাচনে জিতে তাণ্ডব শুরু করেছিল। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল, ২০০১ সালের ১ অক্টোবর বিএনপি-জামায়াত একই কায়দায় নিরীহ বাঙালির ওপর হামলা করেছিল।

তিনি বলেন, ওই দিন তারা অগ্নিসংযোগ, লুটতরাজ, নারী নির্যাতন, হত্যার মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সেদিন যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, নির্যাতিত হয়েছিল, জীবন দিয়েছিল-তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাই।

বাহাউদ্দিন নাছিম বলেন, ২০০১ সালের পয়লা অক্টোবর বিএনপি-জামায়াত ত্রাসের রাজত্ব কায়েম করে অসংখ্য মনুষকে হত্যা করেছিল, সংখ্যালঘুদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে দেশত্যাগে বাধ্য করেছিল। তারা হত্যা, লুন্ঠন, ধর্ষণে মেতে উঠেছিল। পরবর্তীতে তা নিয়ে তদন্ত কমিশন গঠিত হয়েছিল। সেই কমিশনের রিপোর্ট অনুসারে সব অপকর্মকারীদের কঠোর বিচারের দাবি জানাই।

তিনি বলেন, ২০০১ সালের এই ১ অক্টোবরের পরই কুখ্যাত যুদ্ধাপরাধী নিজামী, সাঈদী, আলী আহসান মুজাহিদদের নিয়ে তারা সরকার গঠন করেছিল। এই স্বাধীনতাবিরোধীদের তারা পতাকা দিয়েছিল, মন্ত্রী করেছিল। জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধীদের নিয়ে গঠন করেছিল বিএনপি, আর এই স্বাধীনতাবিরোধীদের পতাকা তুলে দিয়েছিল বেগম জিয়া।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য মো. শাদাত উল্লার মৃত্যুতে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহীদুর রশীদ ভূঁইয়া।  

সভায় আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কামাল উদ্দিন আহমেদ, কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময় ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
এসকে/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।