ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জাপার ইউপি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু শনিবার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
জাপার ইউপি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু শনিবার 

ঢাকা: দ্বিতীয় ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক দলীয় প্রার্থীদের মধ্যে শনিবার (০২ অক্টোবর) থেকে মনোনয়নপত্র বিতরণ করবে জাতীয় পার্টি (জাপা)।

বুধবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শনিবার (০২ অক্টোবর) থেকে শুরু করে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মনোনয়নপত্র বিতরণ করা হবে। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে থেকে আগ্ৰহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে।

এছাড়াও জাতীয় সংসদ সিরাজগঞ্জ-৬ শূন্য আসনে উপনির্বাচন আগামী ০২ নভেম্বর অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক দলীয় প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ করা হবে ০২ অক্টোবর থেকে ০৬ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সাক্ষাৎকারের সময় পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়।

একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।