ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মুন্সীগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, যুবদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ফারহানা মির্জা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে  ৫ জন আহত হওয়ার ঘটনায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদসহ ৭ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ পৌর কাউন্সিলর ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের ভাগ্নে যুবদল নেতা সুলতানের নেতৃত্বে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও শহর বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হকের সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলায় ৫ জন আহত হন।



এনামুল হকের সমর্থক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম বাদী হয়ে ওই অভিযোগ দাখিল করেন।

এ ব্যাপারে সুলতান আহমেদ ও  এনামুল হকের বক্তব্য পাওয়া যায়নি।

সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলছে। ’

এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময় : ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad