ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বরিশালে বিএনপির ২৮ নেতাকর্মীর বিচার শুরু ২ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
বরিশালে বিএনপির ২৮ নেতাকর্মীর বিচার শুরু ২ নভেম্বর প্রতীকী ছবি

বরিশাল: পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বরিশাল বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারসহ ২৮ নেতাকর্মীর বিচার কার্যক্রম আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে।

ওইদিন থেকেই শুরু হবে মামলায় স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ।

এর আগে গত ৫ সেপ্টেম্বর বরিশাল দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলার অভিযোগ গঠন করা হয়।

আইনজীবী হুমায়ন কবীর মাসউদ জানান, ২০১৫ সালের ১৮ জানুয়ারি হরতাল চলাকালে নগরীর কাউনিয়া বিসিক এলাকায় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেন। ওই সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মজিবর রহমান সরোয়ারকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সরোয়ারসহ ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এর প্রায় ৫ বছর পর আদালতে মামলাটির অভিযোগ গঠন করা হলো।

বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এমএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।