ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘মিথ্যা অভিযোগে জামায়াত নেতাদের ঠেকানো যাবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০
‘মিথ্যা অভিযোগে জামায়াত নেতাদের ঠেকানো যাবে না’

ঢাকা: মিথ্যা অভিযোগ দিয়ে জামায়াত নেতাদের ঠেকিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।

শুক্রবার বিকেলে রাজধানীর আলফালাহ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।



বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করলে তা কারও জন্য মঙ্গলের  হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে মকবুল আহমাদ বলেন, ‘বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য জামায়াত নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দেওয়া হচ্ছে। ’

তিনি বলেন, ‘সারা জীবন যারা মানুষকে ন্যায় ও ইনসাফের পথে ডেকেছেন, মানুষ হত্যা ও অগ্নিসংযোগের মিথ্যা অভিযোগ দিয়ে তাদের ঠেকিয়ে রাখা যাবে না। ’

সরকারকে উদ্দেশ্য মকবুল আহমাদ বলেন, ‘পুলিশ দিয়ে আর কতো পেটাবেন? ধমক দিয়ে ও জেল জুলুমের ভয় দেখিয়ে আন্দোলনকে রোখা যায় না। ’

দাবি পূরণ করে অথবা সেগুলোকে অযৌক্তিক প্রমাণ করে আন্দোলন মোকবেলার আহবান জানান তিনি।

ছাত্রশিবিরি ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. মনির উদ্দিন মণির সভাপতিত্বে  আরও বক্তৃতা করেন- সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম, সাবেক সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি জেনারেল ডা. ফখরুদ্দিন মানিক, দপ্তর সম্পাদক নূর মুহাম্মদ মণ্ডল, প্রচার, তথ্য ও বিজ্ঞান-প্রযুক্তি সম্পাদক আতাউর রহমান সরকার, অর্থ সম্পাদক মুহাম্মদ সোহেল খান, শিক্ষা সম্পাদক মো. আতিকুর রহমান, প্রকাশনা সম্পাদক আব্দুল জব্বার, ছাত্রকল্যাণ সম্পাদক আল মুত্তাকী বিল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।