ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পার্লামেন্ট পাশ কাটিয়ে আন্দোলন সম্ভব নয়: সুরঞ্জিত

মুনিরুজ্জামান খান চৌধুরী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০
পার্লামেন্ট পাশ কাটিয়ে আন্দোলন সম্ভব নয়: সুরঞ্জিত

কিশোরগঞ্জ: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলকে পার্লামেন্টে এসে কথা বলতে হবে। পার্লামেন্ট পাশ কাটিয়ে এদেশে কোনদিন কোন আন্দোলন হয়নি, হবেও না।



শুক্রবার কিশোরগঞ্জে চৌষট্টি মোহন্তের ভোগরাগ ও গৌরভক্ত মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আশা করব বিরোধী দলের শুভবুদ্ধি হবে। সংসদের আগামী অধিবেশনে তারা  যোগ দেবে। ’

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংসদের আগামী অধিবেশন সংপ্তি হলেও তা হবে খুবই গুরুত্বপূর্ণ। মূলত এই অধিবেশনে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত আইন পাস হবে। বিশেষ করে অর্পিত সম্পত্তি আইন পাস করা হবে। ৪৫ বছরের জমে থাকা আবর্জনা দূর করতে হলে আইনটি পাস করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।