ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

কারাফটক থেকে ফিরে গেলেন ইশরাক হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
কারাফটক থেকে ফিরে গেলেন ইশরাক হোসেন

ঢাকা: সম্প্রতি রাজধানীতে গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার হওয়া বিএনপি নেতাকর্মীদের দেখতে এবং সার্বিক খোঁজখবর নিতে কেন্দ্রীয় কারাফটকে গেলেও সাক্ষাৎ না পেয়ে ফিরে গেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে যান তিনি।

তবে বন্দি নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। তাই কারাগারের প্রধান ফটকেই কিছুক্ষণ অবস্থান করে বন্দিদের বিষয়ে সার্বিক খোঁজখবর নেন তিনি। সেইসঙ্গে বন্দিদের সঙ্গে সদয় আচরণের জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানান।  

এ সময় প্রায় ৫০ বন্দিকে আর্থিক সহায়তা দিয়ে আসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তবে সাক্ষাতের বিষয়ে কারা কর্তৃপক্ষ জানায়, করোনা মহামারির কারণে দেশের কারাগারগুলোতে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ বিনিময় বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।