ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মাগুরায় জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, নভেম্বর ২৮, ২০২০
মাগুরায় জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত মাগুরায় জেলা কৃষক লীগের বর্ধিত সভা

মাগুরা: বাংলাদেশ কৃষকলীগ মাগুরা জেলা শাখার বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মাগুরার আছাদুজ্জামান মিলনায়তনে এ সভার উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

কেন্দ্রীয় বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক লীগের সভাপতি মিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।  

সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।  

বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, সহ-সভাপতি মাকসুদুর রহমান, যুগ্ম সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ বিটু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পান্নু, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুণ্ডু, পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ জেলা উপজেলার নেতারা।

সভায় জেলা কৃষক লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া উপজেলা পর্যায়ে কৃষক লীগের কমিটিগুলো আগামী দিনে কীভাবে কাজ করবে তার দিক নির্দেশনা দেওয়া হয়। সভায় সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপু।  

বর্ধিত সভায় জেলা ও উপজেলার পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।