ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ, সা. সম্পাদক দীপক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, নভেম্বর ২২, ২০২০
ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ, সা. সম্পাদক দীপক 

ঢাকা: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফয়েজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দীপক শীল।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের দু'দিনব্যাপী কাউন্সিল শেষে নতুন এ কমিটি গঠন করা হয়।

ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন থেকে সারাদেশের কাউন্সিলরদের মতামত ও ভোটাধিকারের ভিত্তিতে ফয়েজ উল্লাহকে সভাপতি, দীপক শীলকে সাধারণ সম্পাদক ও সুমাইয়া সেতুকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

‘আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস’ স্লোগানে গত ১৯ নভেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী এ সম্মেলনের কার্যক্রম শুরু হয়। ৪০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আন্দোলনরত পাটকল ও চা-শ্রমিকরা।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।