ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরো সমৃদ্ধ হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরো সমৃদ্ধ হবে

ঢাকা: দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব সনাতন ধর্মাবলম্বীদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।  

রোববার (২৫ অক্টোবর) অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বিশ্বের সব ধর্মের মানুষের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানান।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। হিন্দু ধর্মমতে সমাজের অন্যায়, অবিচার, অশুভ এবং অসুর শক্তি দমনের মাধ্যমে বিশ্বিময় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা উদযাপিত হয়। আবহমানকাল ধরে দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় দুর্গাপূজা উদযাপন করে। শুধু হিন্দু সম্প্রদায় নয়, সর্বজনীন এ উৎসবে এদেশের সব ধর্মীয় সম্প্রদায় উৎসব মুখর পরিবেশে অংশ নেয়।  

জাতীয় পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে বিরাজমান হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরো সমৃদ্ধ হবে। আরো সুসংহত হবে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা।  

স্বাস্থ্যবিধি মেনে সবাইকে উৎসবে যোগ দিতে আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।  

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।