ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ঈদের ৩ দিনে খালেদার বাড়িতে যেতে পারেননি রাজনৈতিক নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১০
ঈদের ৩ দিনে খালেদার বাড়িতে যেতে পারেননি রাজনৈতিক নেতারা

ঢাকা: বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সেনানিবাসে  তার শহীদ মঈনুল সড়কের বাসভবনে ঈদের তিন দিনে বিএনপি’র কোনো নেতাকর্মীকে দেখা করতে যেতে দেওয়া হয়নি।

এই তিন দিনে একান্ত আপনজন ছাড়া যারাই খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন সেনানিবাসের মূল প্রবেশপথ থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়।

খালেদা জিয়ার প্রেস উইংয়ের একটি সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

সূত্র মতে, এই সময়ে দলের কয়েকজন নেতা ছাড়াও খালেদা জিয়ার বা বিএনপি’র শুভাকাঙ্ক্ষী সাবেক সেনা কর্মকর্তা, সাবেক সচিবসহ অন্তত ১৫ জনকে আটকে দেওয়া হয়।

এদিকে, ঈদের পর সোমবার রাত সাড়ে আটটার দিকে খালেদা জিয়া প্রথমবারের মতো তার গুলশান কার্যালয়ে যান। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিরোধী দলের চিফ হুইপ, দলের যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংবাদিক শফিক রেহমানসহ মধ্যম সারির বেশ কয়েকজন নেতা-কর্মী তার সঙ্গে দেখা করেন।

বাংলাদেশ সময় ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।