ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শনিবার

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করা হয়েছে শনিবার (৩ অক্টোবর)। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বাংলানিউজকে কার্যনির্বাহী সংসদের এ সভা আহ্বানের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন। সায়েম খান বলেন, সকাল ১০টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতির কারণে দীর্ঘ ছয় মাসের বেশি সময় ধরে রাজনৈতিক কার্যক্রম স্থগিত। এই প্রেক্ষাপটে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় পর শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনা পরিস্থিতি কিছুটা কমে আসায় দলের সাংগঠনিক কর্মকাণ্ডসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ সভায় নেওয়া হবে বলে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।