ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শার্শায় বিএনপির গাড়িবহরে সন্ত্রাসী হামলায় ২০ নেতা-কর্মী আহত

তৌহিদ জামান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১০

যশোর: যশোরের শার্শায় বিএনপির গাড়িবহরে হামলা চালিয়ে ১৭টি গাড়ি ভাংচুর করেছে সন্ত্রাসীরা। সোমবার দুপুরের এ ঘটনায় বিএনপির অন্তত ২০ নেতা-কর্মী আহত হন।

ঘটনার সময় গাড়ি বহরে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি শামসুর রহমান, শার্শা উপজেলা বিএনপির সভাপতি খাইরুজ্জামান মধু, সাধারণ সম্পাদক হাসান জহিরসহ কয়েকশ’ নেতা-কর্মী।

জেলা বিএনপির সহ-সভাপতি শামসুর রহমান বাংলানিউজকে জানান, এলাকার মানুষকে ঈদের শুভেচ্ছা জানাতে মোটরসাইকেল, মাইক্রোসহ দুই শতাধিক গাড়ির বহর নিয়ে বিএনপি নেতা-কর্মীরা সোমবার দুপুরে শার্শার বিভিন্ন স্থানে যান। দুপুর সাড়ে ১২টার দিকে বাগআঁচড়ার দিকে যাওয়ার পথে সাতমাইল এলাকায় একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়িবহরে হামলা চালিয়ে ১৭টি গাড়ি ভাংচুর করে। এসময়ে তাদের মারপিটে আহত হন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মোল্যা, আব্দুল কুদ্দুস, মশিয়ার রহমানসহ অন্তত ২০ নেতা-কর্মী।

শার্শা উপজেলা বিএনপি নেতাদের দাবি, স্থানীয় আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা এ হামলা চালায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান। তিনি জানান, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তির সঙ্গে জেলা বিএনপির সহসভাপতি শামসুর রহমানের দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্বের জের ধরেই সাতমাইলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে সেখানে গাড়ি ভাংচুর বা আহত হওয়ার কোনও ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।