ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কোম্পানীগঞ্জে ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৪, সেপ্টেম্বর ২৫, ২০২০
কোম্পানীগঞ্জে ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আটক আবুল কালাম আজাদ

নোয়াখালীনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বসুরহাট পৌরসভার নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে আবুল কালাম আজাদকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আবুল কালাম আজাদ একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।