ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ইসমাইল হোসেন বেঙ্গলের মৃত্যুতে অলির শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, আগস্ট ৩১, ২০২০
ইসমাইল হোসেন বেঙ্গলের মৃত্যুতে অলির শোক ইসমাইল হোসেন ও ড. কর্নেল (অব.) অলি আহমদ

ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে এক শোক বার্তায় অলি আহমদ বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে ইসমাইল হোসেন বেঙ্গলের অবদান অক্ষয় হয়ে থাকবে।

দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে তার অবদানকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ইসমাইল হোসেন বেঙ্গল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর দেড়টার দিকে মারা যান।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২০
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।