ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

ঈদ শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ: আহত ১০

উজ্জ্বল চক্রবর্তী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, সেপ্টেম্বর ১২, ২০১০
ঈদ শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ: আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া: ঈদ শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে সরাইল উপজেলা বিএনপি’র দ’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।



প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায়, রোববার সকালে সরাইল বিকাল বাজারে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুর রহমান দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন। এ সময় উপজেলা বিএনপির আরেক যুগ্ম আহবায়ক আনোয়ার মাস্টারের সমর্থকদের সাথে আব্দুর রহমানের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সরাইল থানার ওসি সুভাষ চন্দ্র সাহা জানান, সংঘর্ষে উভয় পই দেশীয় অস্ত্র ব্যবহার করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সম্ভাব্য পরিস্থিতি  মোকাবেলায় বিকাল বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময় ১৩২০ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।