ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান

ঢাকা: প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানিয়েছে সড়ক পরিবহন শ্রমিক লীগ।  

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোকদিবস উপলক্ষে এ আহ্বান জানানো হয়।

 
 
স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতিত্ব করেন মোহাম্মদ হানিফ খোকন।  

সভা শেষে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।  

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিভাগের সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ।  

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্যই নয়। হত্যা করা হয়েছিল ৩০ লাখ শহীদ ও ২ লাখ ৬৯ হাজার ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতাকে নসাৎ করে দিয়ে স্বাধীন বাংলাকে আবার পাকিস্তান বানানোর জন্য।  

তিনি আরও বলেন, ষড়যন্ত্র এখনো থামেনি, ষড়যন্ত্র ছিল, আছে এবং থাকবে উল্লেখ করে তিনি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য দেশের সর্ব স্তরের শ্রমিক-কর্মচারীর প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমজী জুটমিল চালু সংগ্রাম পরিষদের সভাপতি, জাতীয় শ্রমিক লীগের সাবেক কেন্দ্রীয় কমিটির নেতা মো. সাহাবুদ্দিন মিয়া।  

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী।  

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাইয়ুম মিয়া, প্রচার সম্পাদক মো. মোশারফ হোসেন, ইরফান করিম, সহ-দপ্তর সম্পাদক মো. সাইদুর রহমান রাজা, সদস্য হাসেম গাঁজী, জাতীয় কমিটির সদস্য মো. সায়েমসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।