ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

যুক্তরাষ্ট্রকে কোরআন পোড়ানো ঠেকানোর আহবান খালেদার

মান্নান মারুফ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০
যুক্তরাষ্ট্রকে কোরআন পোড়ানো ঠেকানোর আহবান খালেদার

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক যাতে কোরআন শরীফ পোড়ানোর মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে না পারে মার্কিন সরকারকে সে বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা বিবৃতি না দেওয়ায় হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন তিনি।



শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে বাংলানিউজকে এ কথা জানানো হয়।

বিএনপি প্রধানের পক্ষ থেকে আরও জানানো হয়, মার্কিন ধর্মযাজক টেরি জোনসের কোরআন পোড়ানোর হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

খালেদা জিয়া আরও বলেছেন, ‘কোরআন পোড়ানো হলে তা হবে ইসলাম ও মুসলমানদের ওপর চরম আঘাত। এ ধরণের ঘটনার কারণে বিশ্বশান্তি বিঘ্নিত হতে পারে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, সেপ্টম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।