ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, মে ১৮, ২০২০
সিলেটে করোনায় আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু করোনা ভাইরাস

সিলেট: সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দবির মিয়া (৬৫) নামে এক বিএনপি নেতা।

রোববার (১৭ মে) রাত সাড়ে ১০ টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পেশায় ব্যবসায়ী দবির মিয়া সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী নিশ্চিন্তপুরের বাসিন্দা ও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সুশান্ত কুমার মহাপাত্র বাংলানিউজকে বলেন, দবির মিয়া রোববার (১৭ মে) রাত ৯ টায় হাসপাতালে ভর্তি হন। এরপর রাত সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান।

তিনি জানান, রোববার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। ওই ব্যক্তির মরদেহ সরকারি তত্ত্বাবধানে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ০৫৪৯ ঘণ্টা, মে ১৮, ২০২০
এনইউ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।