bangla news

এরশাদের জন্মদিনে উত্তরের সব থানায় দোয়া মাহফিলের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-১৮ ৪:২০:৫৯ পিএম
হুসেইন মুহম্মদ এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ

ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের সব থানায় মিলাদ ও দোয়া মাহফিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী এ নির্দেশ দেন।

ফয়সল চিশতী বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মদিন উপলক্ষে মহানগর উত্তরের সব থানায় মিলাদ ও দোয়া মাহফিল যথাযথভাবে পালন করতে হবে। এছাড়া শুক্রবার সকাল ১০টায় বনানীর চেয়ারম্যানের কার্যালয়ের মিলনায়তনে দোয়া অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে মহানগর উত্তরের সব পর্যায়ের নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি।

এর আগে সকাল ১১টায় ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফয়সল চিশতীর সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন জাপার মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু।

সভায় শফিকুল ইসলাম সেন্টু মহানগর উত্তরের সব থানার সব মসজিদে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের রুহের মাগফিরাত কামনায় আগামী শুক্রবার বাদ জুম্মা দোয়ার আয়োজন করার উদ্যোগ গ্রহণের জন্য সব থানার সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান  জানান তিনি।  

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাপার নেতারা, মহানগর উত্তরের সব থানার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এসএম/আরআইএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-18 16:20:59