ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কমরেড মাহবুবুল হকের মতো নির্লোভ রাজনীতিবিদের বড়ই অভাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
কমরেড মাহবুবুল হকের মতো নির্লোভ রাজনীতিবিদের বড়ই অভাব

ঢাকা: বর্তমান সময়ে কমরেড মাহবুবুল হকের মতো নির্লোভ রাজনীতিবিদের বড়ই অভাব। সমাজ পরিবর্তন করতে হলে কমরেড মাহবুবুল হকের মতো রাজনীতিবিদদের অনেক বেশি প্রয়োজন বর্তমান সময়ে। তরুণ প্রজন্মের কাছে কমরেড মাহবুবুল হকের জীবনী তুলে ধরতে হবে যেন নতুন প্রজন্ম সৎ ও ন্যায়নিষ্ঠ রাজনীতির প্রতি আগ্রহী হয়ে ওঠে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে 'যে জীবন জনতার' কমরেড আ ফ ম মাহবুবুল হক স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

কমরেড মাহবুবুল হক প্রসঙ্গে বক্তারা বলেন, কমরেড আ ফ ম মাহবুবুল হক একজন সৎ, নির্লোভ এবং সাহসী রাজনৈতিক ব্যক্তি ছিলেন।

বাংলাদেশের রাজনীতিতে দুই ধরনের রাজনীতিবিদের দেখা মেলে। কেউ ক্ষমতা ও অর্থ-বিত্তের জন্য রাজনীতি করেন, আবার কেউ জনগণের জন্য ত্যাগের রাজনীতি করেন। কমরেড মাহবুবুল হক আজীবন গণমানুষের মুক্তির জন্য ত্যাগের রাজনীতি করেছেন।

‘যে জীবন জনতার’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও পাঠ উন্মোচন করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।  

প্রকাশনা উৎসবে বাংলাদেশ জাসদের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া সভাপতিত্ব করেন। সভাটি পরিচালনা করেন কবি মোহন রায়হান।

প্রকাশনা উৎসবের আলোচনা সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সহ-সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, জাসদ নেত্রী তানিয়া রব, মাহবুবুল হকের সহধর্মিণী কামরুন নাহার বেবি, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, জাসদের স্থায়ী কমিটির সদস্য মোশারফ হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।  

অনুষ্ঠানের শুরুতেই আ ফ ম মাহবুবুল হকের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্মারকগ্রন্থের সম্পাদনা পরিষদের সদস্য রওনক করিম বন্যা।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
আরকে‌আর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad