ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খুলনায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা পলাশ আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, মে ২৫, ২০১৯
খুলনায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা পলাশ আটক পলাশ শিকদার

খুলনা: খুলনা মহানগরের খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ শিকদারকে ২০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ ।

শনিবার (২৫ মে) দুপুরে নগরের বাস্তুহারা কলোনি থেকে তাকে আটক করা হয়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন, বাস্তহারা কলোনিতে প্রকশ্যে ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতেপুলিশ সেখানে  হানা দেয়।

এ সময় ২০ পিস ইয়াবাসহ পলাশকে আটক করা হয় ।

তিনি বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজালাল সুজন বাংলানিউজকে বলেন, পলাশ খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পদাক। পলাশের ইয়াবাসহ আটকের খবর শুনে তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ২৫,  ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।