ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পাংশায় আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, মে ২, ২০১৯
পাংশায় আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পিকুল বিশ্বাসকে (৪৮) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।  স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



এদিকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রাতেই তিনজনকে আটক করেছে।

নিহত পিকুল বিশ্বাস সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার ভাই সরিষা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আজমল আল বাহার।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে মোটরসাইকেলে করে তিনি স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি থেকে প্রায় তিনশ মিটার দূরে চৌরাস্তা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বাংলানিউজকে বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মে ০২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।