ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ড. কামালকে জন্মদিনে শুভেচ্ছা মির্জা ফখরুলের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪২, এপ্রিল ২১, ২০১৯
ড. কামালকে জন্মদিনে শুভেচ্ছা মির্জা ফখরুলের ড. কামাল হোসেন

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের ৮৩তম জন্মদিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) রাত ৯টায় ড. কামাল হোসেনের বাসায় ফুল নিয়ে যান বিএনপি নেতা ও ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

এ সময় ড. কামাল হোসেন বাসার বাইরে অবস্থান করার কারণে তার মেয়ে ব্যারিস্টার সারা হোসেন ফুল গ্রহণ করেন।

বাংলানিউজকে জাহাঙ্গীর আলম মিন্টু বলেন,  মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকায় ফিরতে দেরি হবে। সেজন্য তার পক্ষ থেকে আমি কামাল হোসেনের বাসায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।