ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ওবায়দুল কাদেরের ভাই মেয়র মির্জাকে প্রাণনাশের হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, এপ্রিল ১০, ২০১৯
ওবায়দুল কাদেরের ভাই মেয়র মির্জাকে প্রাণনাশের হুমকি

নোয়াখালী: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র মো. আব্দুল কাদের মির্জাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের মিথ্যা পরিচয়ে এ হুমকি পান তিনি।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে এ ঘটনায় কাদের মির্জা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার দিনগত রাত ৮টা ২০ মিনিটে একটি নম্বর (০১৩০৬৯৮২০৩৭) থেকে তার ব্যবহৃত মোবাইলে কল আসে।

কল রিসিভ করার পর অজ্ঞাত ব্যক্তি তাকে নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) তন্ময় পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেন।

পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ওই ব্যক্তির প্রকৃত পরিচয় জানার চেষ্টা করলে কলটি কেটে দেওয়া হয়। পরবর্তীতে তিনি বিষয়টি নোয়াখালী জেলা প্রশাসককে জানান এবং থানায় লিখিত অভিযোগ করেন।

এর আগে ২০১৬ সালেও একবার তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।