ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

৩০ ডিসেম্বর আ’লীগ ও সরকারের পরাজয় হয়েছে: দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৭, মার্চ ২৯, ২০১৯
৩০ ডিসেম্বর আ’লীগ ও সরকারের পরাজয় হয়েছে: দুলু সিরাজগঞ্জে দলের প্রতিনিধি সভায় বক্তব্য রাখছেন রুহুল কুদ্দুস তালুকদার

সিরাজগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বে) অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ এক সময় গণতন্ত্রের কথা বলতো। তাদের নেতা শেখ মুজিব গণতন্ত্র ও স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন বলে জাহির করে বেড়াতো। সেই আওয়ামী লীগই আজ গণতন্ত্র হত্যা করেছে।

গত ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ও সরকারের চরম পরাজয় ঘটেছে, বিজয়ী হয়েছে বিএনপি।  

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত দলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৩০ তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। আগের দিন রাতেই তারা ৬০ ভাগ ভোট দিয়ে ব্যালটবাক্স পুরো করেছে। এ কারণে সাধারণ মানুষ  তো দূরের কথা, আওয়ামী লীগেরও অনেক কর্মী-সমর্থকরাও তাদের ভোট দিতে পারেনি।  

ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের আহ্বান জানিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, তারেক রহমান বলেছেন দলের ত্যাগী নির্যাতিত নেতাদের মূল্যায়ন করতে হবে। তার নির্দেশে দলকে ঢেলে সাজানো হচ্ছে। আগামী দিনে দলকে আন্দোলনের জন্য প্রস্তুত করা হচ্ছে।

জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি নাজমুল হাসান রানা, সহ-সভাপতি হোসেন মাহমুদ গ্যাদন, যুগ্ম-সম্পাদক নুর কায়েম সবুজ, মুন্সি আলম, হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট ও মির্জা মোস্তফা জামান, সদস্য কামরুদ্দীন এহিয়া খান মজলিস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ২৯. ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।