ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পঞ্চগড়ে জামায়াতের ৪ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৩, মার্চ ২৮, ২০১৯
পঞ্চগড়ে জামায়াতের ৪ নেতাকর্মী আটক

পঞ্চগড়: পঞ্চগড়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ মার্চ) দিনগত রাতে সদর উপজেলার ধাক্কামারা এলাকার খালপাড়ায় জামায়াতের সভাপতি শহীদুল্লাহ পাটোয়ারীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পৌর জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি ও জগদল দাখিল মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদীন, মসজিদ পাড়া এলাকার মৃত আমির উদ্দীনের ছেলে শহীদুল ইসলাম, পঞ্চগড় বাজার জামায়াতের সভাপতি রাজনগর এলাকার মৃত হাজি ইসমাইল হকের ছেলে নাজীম উদ্দীন, সাধারণ সম্পাদক কামাত পাড়া এলাকার আসলাম আলী শেখের ছেলে আতিক।

পুলিশ সূত্রে জানা যায়, বৈঠকের সময় তাদের আটক করা হয়। এসময় অভিযানের বিষয়টি বুঝতে পেরে তাদের সঙ্গে থাকা আরো কয়েকজন পালিয়ে যায়।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে রাতে খালপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।