ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, মার্চ ১৬, ২০১৯
উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ 

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যন ইখতিয়ার হোসেনের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নগরঘাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তালা উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ইখতিয়ার হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে তিনি নগরঘাটা এলাকায় পথসভা করে ফিরছিলেন।

পথে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তিনি ও তার কর্মী সমর্থকদের মারধর করে। এ সময় দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেল ছিনিয়ে নেয়ারও চেষ্ট করে। এলাকাবাসীর প্রতিরোধের মুখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেছে। লিখিত অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ