ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

যুবদল নেতা আব্দুল হাই মোল্লাকে অব্যাহতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, মার্চ ৮, ২০১৯
যুবদল নেতা আব্দুল হাই মোল্লাকে অব্যাহতি

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা মহানগর উত্তর যুবদ‌লের অন্তর্গত রূপনগর থানা যুবদ‌লের সাধারণ সম্পাদক আব্দুল হাই মোল্লাকে অব্যাহ‌তি দেওয়া হ‌য়ে‌ছে।

শুক্রবার (৮ মার্চ) ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএস জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেন।

এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, দীর্ঘ‌দিন যাবৎ আব্দুল হাই মোল্লা দ‌লের কর্মকা‌ণ্ড ও কর্মসূ‌চি‌তে অংশগ্রহণ করছেন না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের আগে ও প‌র থে‌কে তিনি দ‌লের স‌ঙ্গে কোনো যোগা‌যোগ রাখেননি। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হ‌লো। একইসঙ্গে রূপনগর থানা যুবদ‌লের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন‌কে থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ‌কের দা‌য়িত্ব দেওয়া হ‌য়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ