ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শেরপুরে বিএনপির ১০০ নেতাকর্মীর জামিন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৮, মার্চ ৬, ২০১৯
শেরপুরে বিএনপির ১০০ নেতাকর্মীর জামিন বাতিল

শেরপুর: শেরপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন ৬টি পৃথক মামলায় বিএনপির ১০০ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস বিস্ফোরক আইনের ৫টি মামলায় নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সাবেক পৌর মেয়রসহ ৭৮ নেতাকর্মী এবং শেরপুর সদরের ২০ নেতাকর্মীর জামিন বাতিল করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হাইকোর্টের ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন শেষে এসব নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন।

অপরদিকে, জেলা ও দায়রা জজ কে এম শহীদ আহমেদ অপর একটি বিস্ফোরক মামলায় শ্রীবরদী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এবং শ্রীবরদী উপজেলা পরিষদ পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম দুলালসহ দুই নেতার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।  

শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব আদালতে জামিন বাতিলের সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ