ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

লোহাগড়ায় পুলিশ-যুবদল সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ আহত ৩০, আটক ৩

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় জেলা যুবদলের নবনির্বাচিত আহবায়ক কমিটির  মোটরসাইকেল শোভাযাত্রায় বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ কমপে ৩০ জন আহত হন।



মঙ্গলবার দুপুরে উপজেলার এড়েন্দা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশের হামলায় আহত জেলা যুবদলের যুগ্মআহবায়ক মশিয়ার রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘পুলিশ বিনা উস্কানিতে মটর শোভাযাত্রায় হামলা চালিয়ে সংগঠনের যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন, ফারুক হোসেন, ফেরদৌসসহ কমপে ৩০ জন নেতাকর্মীকে আহত করে। ’

লোহাগড়া থানার এসআই জিজি বিশ্বাস বাংলানিউজটোযেন্টিফোর.কম.বিডিকে জানান, ‘৫০/৬০টি মোটরসাইকেলযোগে শতাধিক লোক লোহাগড়ায় প্রবেশ করছিল। এতো লোক একসঙ্গে জড়ো হওয়ায় আইনশৃংখলা এবং জননিরাপত্তায় হুমকির কারণ হতে পারে, সে জন্য পুলিশ তাদের বাধা দেয়। ’

এতে মোটরসাইকেল আরোহীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিপে করলে লোহাগড়া থানার এসআই হারুন এবং কনস্টেবল সজল আহত হন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বৈধ্য কাগজপত্র না থাকায় শোভাযাত্রা থেকে ১০টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ হালিম বেগ, মমিনুর রহমান লিটন, মোকাররম হোসেন মিন্টুকে আটক করেছে। ’

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।