ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জাতীয় পার্টি শক্ত বিরোধীদলের ভূমিকা রাখবে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, জানুয়ারি ১৬, ২০১৯
জাতীয় পার্টি শক্ত বিরোধীদলের ভূমিকা রাখবে  মসিউর রহমান রাঙ্গার কাছ থেকে মনোনয়ন ফরম নিচ্ছেন নারী নেত্রীরা/বাংলানিউজ

ঢাকা: সংবিধানে বিরোধীদলের ভূমিকা অনুযায়ী জাতীয় পার্টি সংসদে শক্ত বিরোধীদলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

বুধবার (১৬ জানুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিতরণ করে গণমাধ্যমকর্মীদের তিনি একথা বলেন।  

তিনি বলেন, দেশের মানুষের কথা, যানজটের কথা, প্রতিদিনের সমস্যা জাতীয় পার্টির সংসদ সদস্যরা সংসদে তুলে ধরবেন।

গণমানুষের কথা বলতে ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় পার্টি হবে শক্ত বিরোধদ।  

‘দেশের মানুষের মনের কথা বলেই, জাতীয় পার্টি সাধারণ মানুষের আস্থা অর্জন করবে। ’

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর মাসুদ এম রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. সেলিনা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পারভিন তারেক লিজা, কেন্দ্রীয় নেতা মো. মোহিবুল্লাহ, মো. রেজাউল করিম, রিতু নুর, জেসমিন নুর প্রিয়াংকা, মিনি খান, আমিনা খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।