ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

হামলার অভিযোগ রনির, ‘ডিম নিক্ষেপ’ জেনেছেন ওসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫২, ডিসেম্বর ২৯, ২০১৮
হামলার অভিযোগ রনির, ‘ডিম নিক্ষেপ’ জেনেছেন ওসি দুর্বৃত্তদের আক্রমণের শিকার হওয়ার অভিযোগ করেছেন গোলাম মাওলা রনি

পটুয়াখালী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনি তার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন।

শুক্রবার (২৮ ডিসেম্বর) গলাচিপার উলানিয়া বাজারে একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার পর রনি আক্রান্ত হন বলে দাবি করেন। তার ভাষ্যে, একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে।

গোলাম মাওলা রনির শ্যালক গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছিলেন রনি। তখন স্থানীয় রসুল সওদাগর নামের দোকানের সামনে বসে থাকা অজ্ঞাতপরিচয় ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে তাকে বেধড়ক মারধর করে।

যোগাযোগ করলে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ বাংলানিউজকে বলেন, প্রার্থীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি নামাজ পড়ে ওই স্থানে হাঁটছিলেন। তখন সেখানে ডিম নিক্ষেপ করা হয়েছে বলে জেনেছি।

তবে ডিম নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন রনির শ্যালক সরোয়ার।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।