ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

গাংনীতে বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তের হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
গাংনীতে বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তের হামলা গাংনীতে বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তের হামলা। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুর বাড়িতে দুর্বৃত্তদের হামলা অভিযোগ উঠেছে। এ সময় কোনো হতাহত না হলেও পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু অভিযোগ করেন, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আমার গাংনী পৌরসভার চৌগাছার বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি হাত বোমা ছুড়ে তারা। এতে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করছেন তারা। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি হরেন্দ্র।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।