ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

চট্টগ্রামে চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ ক্যাডার গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০

চট্টগ্রাম : চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও ছাত্রলীগ ক্যাডার মেহেদী হাসান বাদলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর শেরশাহ কলোনী এলাকা থেকে রোববার রাত ১০টায় খুলশী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।



বাদলের বিরুদ্ধে চাঁদাবাজি, পুলিশকে হুমকি দেওয়াসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘বাদল এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। খুলশী এলাকায় গোল্ডেন হরাইজন নামে একটি গার্মেন্টের ঝুটের মাল আটকে রেখে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ’

পুলিশ সূত্র জানায়, নগরীর বায়েজিদ ও পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় বাদল চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন।

সিএমপি’র পাঁচলাইশ জোনের সহকারি পুলিশ কমিশনার রেজাউল  মাসুদ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘ছাত্রলীগের নামে মেহেদী হাসান বাদল এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও চাদাঁবাজির সঙ্গে জড়িত। এমনকি তার কথামতো কাজ না করায় তিনি বায়েজিদ থানার ওসি ও সাব-ইন্সপেক্টরদের একাধিকবার হুমকি দিয়েছেন। ’

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।