ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

সরকারকে অজনপ্রিয় করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র হচ্ছে : আ. লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০
সরকারকে অজনপ্রিয় করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র হচ্ছে : আ. লীগ

ঢাকা: মহাজোট সরকারকে অজনপ্রিয় করে বিরোধী দল বিএনপি ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। রোববার জাতীয় শোক দিবস উপলে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে নেতারা এ কথা বলেন।



অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘৭৪ সালে কৃত্রিম দুর্ভি সৃষ্টি করা হয়েছিল বঙ্গবন্ধুর সরকারকে অজনপ্রিয় করতে। এখনো ষড়যন্ত্র চলছে। তাই সকলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। ’

ঈদের পর বিরোধী দলের সরকার বিরোধী আন্দোনের ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘কিসের জন্যে, কার স্বার্থে এই অন্দোলন? আসলে দেশের জনগণের প্রতি বেগম জিয়ার কোন দায়িত্ববোধ নেই। ’

তিনি বলেন, ‘ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে এবং ষড়যন্ত্রের মাধ্যমে সরকারকে অপ্রিয় করেই ক্ষমতায় যেতে চাচ্ছেন বেগম জিয়া। বেগম জিয়ার প্রতি অনুরোধ মিথ্যা ইস্যু বানিয়ে সরকারকে অস্থিতিশীল করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করবেন না। সৎ সাহস থাকলে আপনার দুই পুত্রকে দেশে এনে আইনের সামনে দাঁড় করার। প্রমাণ করুন তারা দুর্নীতিবাজ নয়। ’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘সকল অপশক্তির বিরুদ্ধে চলমান আন্দোলন অব্যাহত রাখতে হবে। ষড়যন্ত্র থাকবে তাই ষড়যন্ত্র প্রতিহত করেই আমাদের এগিয়ে যেতে হবে। ’

সংগঠনের সভাপতি মোঃ শফিউল্যাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আসাদুজ্জামান খান কামাল এমপি, আসমা জেরিন খান ঝুমু এমপিসহ বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময় ২১০২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।