ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

শাহ মোয়াজ্জেম ও ব্যারিস্টার রফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা ছয় মাসের জন্য স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০

ঢাকা: দুই বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেন ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞার বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে আদালত এসব মামলা দায়ের ও এর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা চার সপ্তাহের মধ্যে জানাতে সরকারের প্রতি রুলও জারি করেছেন।



আজ রোববার বিচারপতি  মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আবদুস সামাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

২৫ জুলাই মুক্তাঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে এ দুই নেতার বিরুদ্ধে ১২টি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। এসব মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেন।

শাহ মোয়াজ্জেম হোসেন ও রফিকুল ইসলাম মিঞার পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮, ২৯ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।