ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকার যা করার করবে, জনগণও রুখে দেবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
সরকার যা করার করবে, জনগণও রুখে দেবে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

ঢাকা: সব ষড়যন্ত্র মোকাবিলা করার সামর্থ্য আওয়ামী লীগের আছে মন্তব্য করে প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচন করতে আমরা সক্ষম হবো।

সোমবার (২২ অক্টোবর) বিকেলে গণভবনে সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।  

শেখ হাসিনা বলেন, নির্বাচন নিয়ে যারা সংশয় সৃষ্টি করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য বাংলাদেশে যেন গণতন্ত্রের ধারাবাহিকতা না থাকে।

আর ধারাবাহিকতা না থাকলে কিছু লোকের সুবিধা হবে। তাই তারা নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করতে চাই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আবার যদি অগ্নিসন্ত্রাস করতে চায় সরকার যা করার করবে। জনগণও রুখে দাঁড়াবে।  

ষড়যন্ত্র বিষয়ে শেখ হাসিনা বলেন, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয়নি। কিন্তু সবকিছু মোকাবিলা করেই আমরা এগিয়ে যেতে পারছি, তার কারণ জনগণই শক্তি।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এসকে/এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।