ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আওয়ামী লীগ

শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে সরকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে সরকার মীর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠান

শরীয়তপুর: শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জক বলেছেন, বর্তমান সরকার দক্ষিণাঞ্চলকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে নিয়ে এসেছেন। পদ্মাসেতুর কাজ এগিয়ে চলছে। পদ্মাসেতু বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চল তথা আমাদের শরীয়তপুরের চেহারা বদলে যাবে এবং সম্ভাবনার দ্বার খুলে যাবে।

শুক্রবার (১৯ অক্টোবর) বিকেলে ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের মীর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিম রাজ্জক বলেন, এখানে শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে।

তাঁতপল্লী, ক্রীড়াপল্লী ও হাইকেট পার্ক নির্মাণ করা হবে। মানুষের কর্মসংস্থান হবে, মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হবে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।  

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সবার উপরে গুরুত্ব দিয়ে থাকেন। পড়ালেখার পাশাপাশি সরকার সাংস্কৃতিক ও খেলাধুলার জগতে নতুনত্ব আনতে যাচ্ছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মীর মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান, মো. আবু ছাইদ শেখ, জাবেদ আহমেদ, মো. আক্তার হোসেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের, কর কমিশনার মো. আলী আসগর, ঢাকা কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জম হোসেন মোল্যাহ্, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।