ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল: গোমস্তাপুরের ২ জামায়াত নেতাকে জেল হাজতে প্রেরন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০

চাঁপাইনবাবগঞ্জ: পুলিশের বাধা উপেক্ষা করে দলের শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও রাস্তায় প্রতিবন্ধতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার জামায়াতের গোমস্তাপুর উপজেলা আমীর তাজের হোসেন(৫২) ও একই উপজেলার নন্দিপুর ইউনিয়ন আমীর শামসুজ্জোহাকে(৫১) রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকি জানান, দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।



ওসি জানান, শনিবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার নিমতলা বাজার থেকে  বিক্ষোভ মিছিল ও রাস্তায় প্রতিবন্ধতা সৃষ্টির অভিযোগে ওই ২ জামায়াত নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধেরাস্তায় প্রতিবন্ধতা সৃষ্টির অভিযোগে ওই দিনই মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।