ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

একটি মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৬, আগস্ট ২৯, ২০১০
একটি মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নতুন করে গ্রেপ্তার দেখানো দুটি মামলার একটিতে জামিন পেয়েছেন।

গাড়ি ভাঙচুরের অভিযোগে মিরপুর থানায় দায়ের করা মামলায় রোববার জামিন পান তিনি।

নিউমার্কেট থানায় দায়ের করা অপর মামলায়ও জামিনের আবেদন করা হয়।

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মির্জা আব্বাসের পক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক কামরুন নাহার রুমি তা মঞ্জুর করেন। শনিবার তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।

অপর মামলার শুনানি হয় মহানগর হাকিম ইসমাইল হোসেনের আদালতে। তবে এ মামলায় জামিন হবে কিনা আদালত তা পরে জানানো হবে বলে জানান।

বাংলাদেশ সময় ১২৪৫ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।