ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে শতভাগ উন্নয়ন হয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে শতভাগ উন্নয়ন হয় স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাটোর: নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের শতভাগ উন্নয়ন হয়। দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যায়। কাজেই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এসময় তিনি ২৬ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন করেন।

শিমুল বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশের অর্থ লুটপাট হয়। তারা নিজেদের ভোগবিলাস ও বিদেশে পাচার, রাষ্ট্রীয় মদদে জঙ্গিবাদ ঘটায়।  

তিনি আরো বলেন, বিএনপির আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকারের আমলে মানুষ শান্তিতে ও নিরাপদে আছে। দেশব্যাপী ব্যাপক উন্নয়ন হচ্ছে।

উন্নয়নের ধারাবাহিকতায় নাটোর সদর হাসপাতাল ১৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হচ্ছে। নলডাঙ্গায় শুরুতেই ৫০ শয্যার হাসপাতাল নির্মিত হচ্ছে। এতে ওই উপজেলার প্রায় দুই লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে।

আনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শাহিনা খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আকতার বানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম ফিরোজ, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তারুল ইসলাম আলম, জেলা পরিষদের সদস্য রইস উদ্দিন রুবেল, খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) অধীনে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হবে। ডিএমএমই জেবি নামে ঠিকাদারী প্রতিষ্ঠান এ প্রকল্প কাজ করবে। আগামী ২০২০ সালের মার্চ মাসে প্রকল্প কাজ সম্পন্ন হবে। প্রকল্পের মধ্যে রয়েছে ৫০ শয্যার মূল হাসপাতাল ভবন নির্মাণ, ইউএইচএফপিও কোর্য়াটার, ডাক্তার ও নার্স কোর্য়াটার, ডাক্তার ও নার্সদের ডরমেটরি, সাব স্টেশন, গ্যারেজ, তৃতীয় শ্রেণির কর্মচারীর কোর্য়াটার ও সীমানা প্রাচীর।  

তিনি আরো বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে নলডাঙ্গা উপজেলার দুই লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, সেপ্টম্বর ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।