ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বিরোধী দলকে বাইরে রেখে সরকার সংসদ অকার্যকর করে রেখেছে: ফখরুল

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

ঠাকুরগাঁও: বিরোধী দলকে বাইরে রেখে সরকার সংসদ অকার্যকর করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে নব নির্বাচিত জেলা কমিটির পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।



তিনি বলেন, ‘দেশে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের বাস্তবায়ন নেই। সরকার বিচার ব্যবস্থা দলীয়করণ করার চেষ্টা করছে আর বিরোধী দলকে বাইরে রেখে সংসদকে অকার্যকর করে রেখেছে। ’

সংবাদ মাধ্যমকে সরকার বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘যারা লিখছেন তাদের ওপর রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে। ’

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তৈয়মুর রহমান, যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।