ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্রধানমন্ত্রীর ভেবেচিন্তে কথা বলা উচিত

মান্নান মারুফ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০
প্রধানমন্ত্রীর ভেবেচিন্তে কথা বলা উচিত

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভেবেচিন্তে কথা বলা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বিভিন্ন বক্তব্যের ব্যাপারে মঙ্গলবার বিকেলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি’র কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।



তারেক ও কোকো অসুস্থ হলে মা খালেদা কেন তাদের দেখতে যাননি এ প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী সোমবার যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ফখরুল।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যে আমি অত্যন্ত দুঃখিত, ুব্ধ ।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘তার মনে রাখা উচিত তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। বড় একটি রাজনৈতিক দলেরও নেত্রী। তাই তিনি কোথায় কখন কি কথা বলবেন তা ভেবে চিন্তে হিসেব করে বলা উচিত। প্রধানমন্ত্রী হিসেবে তিনি মুখে যা আসে তাই বলতে পারেন না। তাতে সাধারণ মানুষের কাছে তার কথা মূল্যহীন হয়ে পড়বে। ’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যরা লাগামহীনভাবে কুরুচিপূর্ণ, অশালীন ও অমানবিক বক্তব্য দিয়ে যাচ্ছেন। ’

ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী হয়ে সাবেক একজন প্রধানমন্ত্রী ও তার অসুস্থ সন্তানদের নিয়ে তিনি (হাসিনা) এর পরে দায়িত্বহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন বলে আশা করি। ’

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘তারেক ও কোকো খুবই অসুস্থ। তাদের সপ্তাহে তিন দিন হাসপাতালে যেতে হয়। কোকোকে সপ্তাহে ৪৭টি ইনজেকশন নিতে হয়। সুতরাং আমরা আশা করবো, দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে কোনো দায়িত্বশীল ব্যক্তি এভাবে কটাক্ষ করে কথা বলবে না। ’

অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা যেভাবে খালেদা জিয়া ও তারেক রহমানকে জড়িয়ে বক্তব্য রাখছেন তা জাতির কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। কারণ এখন মামলার তদন্ত চলছে। এ সময় প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা যদি মামলাকে প্রভাবিত করে  এমন বক্তব্য দেন তাহলে তদন্ত কর্মকর্তারা কি করবেন। ’

তিনি আরও বলেন, ‘আমরা ২১ আগস্টের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। এটা অমানবিক ও দুঃখজনক ঘটনা। কিন্তু মন্ত্রীরা যেভাবে এ ব্যাপারে এলোমেলো বক্তব্য দিচ্ছেন তাতে বিডিআর বিদ্রোহ মামলার মতো এ মামলার আসামিরাও ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। ’

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।