ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়ার নির্দেশেই গ্রেনেড হামলা হয়েছে: মতিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০
খালেদা জিয়ার নির্দেশেই গ্রেনেড হামলা হয়েছে: মতিয়া

ঢাকা: তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশেই ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয় বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

সোমবার জাতীয় শোক দিবস-২০১০ উপলক্ষে বঙ্গবন্ধু শিশু একাডেমি আয়োজিত আলোচনা সভা, দোয়া মহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।



মতিয়া চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ ও তার নেতৃত্বকে ধ্বংস করার লক্ষ্যেই ২০০৪ সালের ২১ আগস্টে রাষ্ট্রীয় ছত্রছায়ায় সে সময়ের প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে গ্রেনেড হামলা চালানো হয়। আর এ হামলা পরিচালনা করেন প্রধানমন্ত্রীর বড় ছেলে তারেক রহমান। ’

কৃষিমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে হাতাহাতি-মারামারি আগে থেকেই ছিল কিন্তু বিএনপি ও খালেদা জিয়া দেশে গ্রেনেডের রাজনীতির সুত্রপাত করেছেন। ’

মতিয়া চৌধুরী বলেন, ‘১৫ আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকান্ড কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে সুগভীর পরিকল্পনা ছিল। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা কিছু সংখ্যক বিপথগামী সেনাসদস্যকে কাজে লাগিয়ে এ হত্যাকান্ড চালায় যার প্রতি প্রচ্ছন্ন সমর্থন ছিল জিয়াউর রহমানের। যা তার পরবর্তী সময়ের কর্মকা-ই প্রমান করে। ’

তিনি অভিযোগ করে বলেন, ‘জিয়াউর রহমান দেশে লুট-পাট আর সাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠিত করেছে যাতে পরবর্তীতে পৃষ্ঠপোষতা করেছে বেগম জিয়ার সরকার। ’

বঙ্গবন্ধু শিশু একাডেমির সভাপতি ও জাতীয় সংসদের চিপ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন হুইপ আ স ম ফিরোজ এমপি, এম এ রউফ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।