ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আইভি রহমানের ষষ্ঠ মৃত্যু বাষির্কী আজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০
আইভি রহমানের ষষ্ঠ মৃত্যু বাষির্কী আজ

ঢাকা: আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের আজ ষষ্ঠ মৃত্যু বাষির্কী। বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমান ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে নৃশংস গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে তিন দিন পর মারা যান।



আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন আইভি রহমান।  

ওই হামলায় আইভী রহমানসহ ২৪ জন আওয়ামী লীগ নেতা-কর্মী নিহত হন। আহত হন ৫ শতাধিক নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।

আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয়। নৃশংস হামলায় আহত হলেও প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইভী রহমানের ৬ষ্ঠ মৃত্যুবাষির্কী উপলে মঙ্গলবার সকাল ১০:১৫ মিনিটে বনানী কবরস্থানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁর কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। এসময় সেখানে মিলাদ ও মোনাজাতের র্কমসূচিতে নেতৃবৃন্দ অংশ নেবেন।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলের এই ত্যাগী নেত্রীর মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময় ২০১৯, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।