ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাজনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০
রাজনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার

ঢাকা: রাজনীতিক ও পেশাজীবীদের সম্মানে সোমবার রাজধানীর হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক ইফতার মাহফিলের আয়োজন করে। এতে জামায়াতের প্রধান রাজনৈতিক মিত্র ও প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনা ডানপন্থি ইসলামী দলগুলোর শীর্ষ নেতারা শরিক হন।

 

শরিক হওয়াদের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব হোসেন, চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উইং কমান্ডার এম হামিদুল্লাহ খান, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি জেবেল রহমান গনি, ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইসাহাক, লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে উলামা ইসলাম’র নির্বাহী সভাপতি মাওলানা মুহিউদ্দিন প্রমুখ।

সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ,  নায়েবে আমীর আবুল কালাম মুহাম্মদ ইউসুফ, অধ্যাপক একে এম নাজির আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, অধ্যাপক মজিবুর রহমান, ডা. শফিকুর রহমান, মহানগর জামায়াতের সেক্রেটারি হামিদুর রহমান আযাদ এমপি, প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলমসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

মঞ্চে খালেদা জিয়ার পাশে বসেছিলেন গোলাম আজম,খোন্দকার দেলোয়ার হোসেন,মকবুল আহমাদ।  

এর আগে এতিম, কূটনীতিক ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও সেক্রেটারি জেনারেল রাজনৈতিক বক্তব্য দিলেও সোমবারের ইফতার মাহফিলে কোনো বক্তব্য দেননি জামায়াত নেতারা।

বাংলাদেশ সময় ১৯৩০ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।