ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

যৌথ মতবিনিময় সভা: সরকারের বিরুদ্ধে জাপার ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

ঢাকা: মহাজোট সরকারের অন্যতম শরিক দল জাতীয় পার্টির যৌথ মতবিনিময় সভায় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন জেলা-উপজেলার স্থানীয় নেতারা।

রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে সভা চলছে।



বেলা সাড়ে ১২টায় শুরু হওয়া এ সভা ইফতার মাহফিলের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী বক্তব্যে হুসেইন মুহাম্মদ এরশাদ দলীয় নেতাদের রাজনৈতিক আলোচনা বাদ দিয়ে সাংগঠনিক আলোচনার অনুরোধ করেন।

কিন্তু এরশাদের এই অনুরোধ উপেক্ষা করেই মহাজোটে দলের অবস্থান ও প্রাপ্তি, রমজানের শুরুতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, দিনে ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত ও বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী জিএম কাদেরকে নিয়ে মঈনুদ্দিন মোহাম্মদ বাদলের বক্তব্যের তীব্র সালোচনা করেন জাপা নেতারা।

রোজার শুরুতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সমালোচনা করে দলের য্গ্মু মহাসচিব ইকবাল হোসেন রাজু বলেন, ‘আমরা হীরক রাজার দেশে বাস করছি। হীরক রাজা যেমন বলেছিলেন ‘শিক্ষা গ্রহণ করে কোনো লাভ নেই। একই উপলব্দি থেকে আমাদের সরকারও রমজানের শুরুতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। ’

দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধে ক্ষোভ প্রকাশ করে জাপার এ নেতা বলেন, ‘সরকারের এই হটকারী সিদ্ধান্তের কারণে যাত্রীদের দুই-তিন গুণ সিএনজি ভাড়া দিতে হচ্ছে। ’

মহাজোটের অন্যতম নেতা মঈনুদ্দিন মোহাম্মদ বাদলের বক্তব্য’র সমালোচনা করে নীলফামারী সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, ‘জিএম কাদের সম্পর্কে কথা বলার সময় ভেবেচিন্তে কথা বলবেন। তিনি (জিএম কাদের) কোনো ফকিরনীর ঘরের সন্তান নন। তিনি ৯ বছরের রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই। ’

এরশাদকে রাষ্ট্রপতি না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন জাপার এই তৃণমূল নেতা।

চট্টগ্রাম আনোয়ারা উপজেলা জাপার সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, ‘উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকরা আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে মঞ্চে বসার সুযোগ পান না। অথচ জাপা মহাজোটেরই অংশ। ’

ফেনী সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন বলেন, ‘জাপার কারণেই আজ মহাজোট সরকার ক্ষমতায়। কিন্তু আওয়ামী লীগ জাপাকে মূল্যায়ন করছে না। ’

দায়িত্ব নেওয়ার পর জিএম কাদের বিমানকে লাভজনক পর্যায় নিয়ে সারা বিশ্বে সুনাম অর্জন করেছে দাবি করে লালমনিরহাট সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক রুহুল আমিন দুদু ও টঙ্গী পৌরসভা জাপার সভাপতি আসাদ সিদ্দিকী বলেন, জিএম কাদের সম্পর্কে সংযত হয়ে কথা বলুন। মুখে যা আসে তাই বলবেন না।

অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভা সভাপতি জাকির হোসেন তালুকদার, সাতক্ষীরার দেবহাটা উপজেলার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সিলেট সদর উপজেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রাজশাহীর গোদাগারি উপজেলার সভাপতি নাসির আহমদ প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।